শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন

লিবিয়ার পশ্চিম উপকূলে ২৮ অভিবাসনপ্রত্যাশীর লাশ

বর্তমানকন্ঠ ডটকম । / ২৫ পাঠক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন

লিবিয়ার পশ্চিম উপকূলে ভেসে এসেছে ২৮ অভিবাসনপ্রত্যাশীর লাশ। রোববার লিবিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ধারণা করা হচ্ছে, এসব অভিবাসনপ্রত্যাশী সাগরপথে অবৈধভাবে গ্রিস উপকূলে যাওয়ার চেষ্টা করেছিলেন। পথে তাদের নৌকাটি ডুবে গিয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন, রাজধানী ত্রিপোলি থেকে ৯০ কিলোমিটার দূরের একটি সৈকত থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘আল-আলুস সৈকতের দুই প্রান্ত থেকে লিবিয়ার রেড ক্রিসেন্ট দল ২৮ অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ ও তিন জনকে জীবিত উদ্ধার করেছে। মৃতদেহের পঁচার অবস্থা ইঙ্গিত দেয় যে, বেশ কয়েকদিন আগে নৌকাডুবি হয়েছিল।’

মাত্র এক সপ্তাহের ব্যবধানে লিবিয়া উপকূলে বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চলতি বছর সাগরে নৌকা ডুবে এক হাজার ৫০০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *