বুধবার, ০১ মে ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

সংলাপে যাচ্ছেন ঐক্যফ্রন্টের ১৫ জন

বর্তমানকণ্ঠ ডটকম / ৪১ পাঠক
বুধবার, ০১ মে ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক-
বর্তমানকণ্ঠ ডটকম:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে অাগামী ১ নভেম্বর গণভবনে সংলাপ করতে জাতীয় ঐক্যফ্রন্টের ১৫ সদস্যের প্রতিনিধি দলের তালিকা দেওয়া হয়েছে। ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে বলে জানা গেছে। তবে কৌশলগত কারণে নাম জানাতে অপরাগতা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মতিঝিলে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে জেএসডি সভাপতি অাসম অাব্দুর রব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অামন্ত্রণপত্র অামরা গ্রহণ করেছি। অামরা সব বিষয়েই কথা বলবো। সংবিধান তো জনগণের জন্য। তাই জনগণের ভোটাধিকার যাতে নিশ্চিত হয়, সেটাই অামাদের দাবি।

এর আগে বিকেল সোয়া ৪টায় ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এই বৈঠক শুরু হয়।

তিনি খালেদা জিয়ার সাজা বাড়ানোয় নিন্দা জানিয়ে বলেন, খালেদা জিয়া টাকা আত্মসাৎ করেছেন, এটা কেউই বিশ্বাস করবে না।

বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *