শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন

সৌদি বাদশাহ এর কাছে পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব।   / ৪০ পাঠক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) আজ সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের হেফাজতকারী সালমান বিন আব্দুল আজিজ এর কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। এসময় ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবে তাঁকে রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করায় বাদশাহ এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত সৌদি বাদশাহ এর কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং সৌদি বাংলাদেশ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন। সৌদি বাদশাহ রাষ্ট্রদূতকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে পরিচয়পত্র গ্রহণ করেন এবং সৌদি আরবে দায়িত্ব পালনকালে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আশা প্রকাশ করেন আগামী দিনে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে।

এর আগে রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে মোটর শোভাযাত্রা সহকারে রাজ প্রাসাদে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *