নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম,মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭: গুণী নির্মাতা এফ আই মানিক আবারও চলচ্চিত্র নির্মাণে আসছেন। আগামী জানুয়ারিতেই তিনি নতুন ছবির কাজ শুরু করবেন। এই ছবির নাম ‘কিছু কিছু মানুষের জীবনে’।
চমকপ্রদ খবর হচ্ছে, কয়েক বছর পর আবারও এফ আই মানিকের নির্দেশায় কাজ করতে যাচ্ছেন শাকিব খান। আর এই ছবিতে শাকিবের নায়িকা থাকবেন বুবলী। আবারও দর্শক বাজিমাত করতে আসছেন শাকিব-বুবলী।
গত সোমবার রাতে এফ আই মানিকের ছবিতে শাকিব খানের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে।
এফ আই মানিক বলেন, অনেকদিন পর আবারো ছবি বানাতে যাচ্ছি। আমার ছবিতে শাকিব খান ও বুবলী থাকবে। সবকিছু ফাইনাল হয়েছে। এই ইন্ডাস্ট্রিকে আমরা লালন করেছি। এরপর শাকিব একাই অনেক যুদ্ধ করেছে। এখন তার সেই যুদ্ধে আমিও যোগ দিচ্ছি।
তিনি আরো বলেন, শাকিব আমার হাতে গড়া শিল্পী। সে অনেক বড় স্টার। তাছাড়া শাকিব আমার সন্তানের মতো। এখন সে বাংলাদেশ ছাড়িয়ে পশ্চিমবঙ্গেও সুনাম অর্জন করছে।
শাকিব খান বলেন, ‘দুই পৃথিবী’ ছবির পর মানিক ভাইয়ের সঙ্গে আর কাজ করা হয়নি। অনেকদিন পর তার সঙ্গে কাজ করতে যাচ্ছি এটা ভালো লাগার বিষয়। সবচেয়ে খুশীর খবর হচ্ছে মানিক ভাইয়ের মতো গুণী পরিচালক আবার চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। আশা করছি দারুণ একটি কাজ হবে।’
‘কিছু কিছু মানুষের জীবনে’ ছবিতে শাকিব-বুবলী ছাড়াও থাকবে বড় একটি চমক। সেটা জাগানো হবে আগামী মাসে। এই ছবিটি প্রযোজনা করবে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের কন্যা পিংকি আকতার, যার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘খান প্রডাকশন’। পিংকি বলেন, কিছু কিছু মানুষের জীবনে’ ছবির নায়ক-নায়িকা থাকবেন শাকিব-বুবলী। জানুয়ারি মাসে ছবির কাজ শুরু হবে। এখন থেকে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিয়মিত ছবি নির্মিত হবে।
এফ আই মানিকের নির্দেশনায় শাকিব অভিনয় করেন স্বপ্নের বাসর, কোটি টাকার কাবিন, চাচ্চু, দাদীমা, আমাদের ছোট সাহেব, সবার উপর তুমি, যদি বউ সাজো গো ইত্যাদি সুপারহিট সব ছবি।