শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

ইতালীতে পালিত হলো ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৭ পাঠক
শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, ইতালি :
বাংলাদেশ ছাত্রলীগের গৌরব ঐতিহ্য সাফল্য সংগ্রামের ৭১ বছর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘শিক্ষা শান্তি প্রগতি’ শ্লোগান দিয়ে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ গঠনের এক বছর আগেই গঠিত হয়।
৫২ ভাষা আন্দোলন,’ ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ‘৫৮ আইয়ুব বিরোধী আন্দোলন, ‘৬২শিক্ষা আন্দোলন, ’৬৬ ছয় দফা বাস্তবায়ন ও ১১ দফা দাবি প্রণয়ন, ৬৯ গণ-অভ্যুত্থান, ‘৭০ সালের নির্বাচন, ‘৭১ এর মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই ছিল অগ্রবর্তী সৈনিক । গেল ৪ জানুয়ারি ছিল বিশ্বের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী । দিনটি উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ ইতালী শাখার আয়োজনে পালিত হল প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা । ইতালীর নাপলীতে সিজিএল এর হল রুমে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রলীগ ইতালী শাখার সিনিয়র সহ সভাপতি অনিক হাওলাদার এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদারের পরিচালনায়, শুরুতেই বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল আলম এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময়ে বিশেষ বক্তা ছিলেন নাপলী আওয়াম লীগের সভাপতি এসকান্দার আলী, নাপলী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ কাজী, এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ ইতালী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, আফজাল হোসেন, মেহেদী হাসান রিয়াদ, সাংগঠনিক শাহিন শাহরিয়ার, সাইফুল মোল্যা, দপ্তর সম্পাদক সুমন কাজী, উপ মানব সম্পদ বিসয়ক সম্পাদক সরোয়ার মৃধা, উপ অর্থ সম্পাদক নয়ন হাওলাদার, মু্ক্তিযোদ্ধা প্রজন্মলীগ নাপলির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক ইউসুফ আলী সান্টু,বাদল, সহ সাধারণ সম্পাদক রেজাউল মাতবর, ছাত্রলীগ নেতা রিপন তালুকদার, জাকারিযা হাওলাদার, দেলোয়ার হাওলাদার, রুবেল, রাজিব খান, সম্রাট,আহাদ শরিফ, রফিক সহ আরও অনেকে। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিজ মহিমায় ভাস্বর হয়ে থাকবে, দীপ্তি ছড়াবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *