বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন

কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে গৃহ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৩ পাঠক
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৪৬ অপরাহ্ন

প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, লন্ডন, যুক্তরাজ্য : যুক্তরাজ্যর ঐতিহ্যবাহী সংগঠন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে “বসত ঘর” গৃহ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। কুলাউড়ায় ওয়েলফেয়ার এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষদের বসতঘর নির্মাণ করে দিতে যাচ্ছে। কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের লৈয়ারহাই গ্রামের শওকত মিয়ার ‘বসতঘর’ গৃহ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন, আইডিয়াল কিন্ডারগার্ডেন স্কুলকে নলকুপ প্রদান ও পুষাইনগর গ্রামে মহরম আলীর বসতঘরের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে।

এসব সেবা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। এসোসিয়েশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি মুহাম্মদ তাজ ইসলাম, সাধারণ সম্পাদক রোমান আহমদ, কার্যকরী কমিটির সদস্য সামছুউদ্দিন জামাল, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক তানজীর আহমদ রাসেল, পৃথিমপাশা ইউনিয়নের সচিব নিজাম উদ্দিন, কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, ব্যবসায়ী বাদশা আহমদ, জাহের আহমদ, নুরুল ইসলাম, জুবেল আহমদ, সুমন আহমদ প্রমুখ।

উল্লেখ্য, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ,কে প্রতি বছর কুলাউড়ায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *