মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন

জর্ডান বাংলাদেশ দূতাবাসে ৭ মার্চ পালন

বর্তমানকণ্ঠ ডটকম / ৪৬ পাঠক
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:০৪ অপরাহ্ন
জর্ডান বাংলাদেশ দূতাবাসে ৭ মার্চ পালন

ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে বাংলাদেশ দূতাবাস জর্ডান। জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সােবহান ৭ মার্চ সকালে দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন । শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলােয়াত, এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। কার্যালয় প্রধান মােঃ বশিরের সঞ্চালনায় অনুষ্ঠানে জর্ডান প্রবাসী বাংলাদেশী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশায় কর্মরত বাংলাদেশীরা বক্তব্য রাখেন। বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের তাৎপর্য তুলে ধরে বলেন বঙ্গবন্ধুর এই ভাষণই ছিল মুক্তিযুদ্ধের সুস্পষ্ট নির্দেশনা। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের এক দীপ্ত কঠিন নির্দেশনা ছিল এই ঐতিহাসিক ভাষণে।

রাষ্ট্রদূত নাহিদা সােবহান তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও আমাদের ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং পরিচয় একই সুত্রে গাথা । তিনি বলেন, রেসকোর্স ময়দানে সেদিন ঘােষিত হয়েছিল ভবিষ্যৎ বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক ও শােষণ মুক্তির সনদ। যে বীজ বঙ্গবন্ধু বপন করেছিলেন রেসকোর্স ময়দানে , তাঁর অনুপস্থিতেতেও সেই দীপ্ত কঠিন নির্দেশনায় পরিচালিত মুক্তিযুদ্ধ স্বাধীনতা হয়ে ধরা দেয় ১৬ ডিসেম্বরে। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দল, মত, ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সকল জনগণের ইচ্ছার প্রতিফলন। তাঁর এই ভাষণ ১৯৪৭ পরবর্তী বাংলাদেশের মানুষের ইচ্ছা, প্রয়ােজন এবং স্বাধীনতার উদ্দিপনায় সামস্টিক রূপধারণ করেছে। এরই প্রেক্ষিতে এই ভাষণের তাৎপর্য অনুধাবন করে এই ভাষণকে World Documentary Heritage হিসেবে International Memory of the world Register ‘ এ অন্তর্ভুক্ত করেছে। রাষ্ট্রদূত নাহিদা সােবহান প্রবাসী বাংলাদেশীদের বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে একযােগে কাজ করার এবং দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *