রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

নিউইয়র্ক পুলিশের ট্রাফিক কমান্ডার মুজিবুর রহমান চৌধুরী মরণব্যাধি করোনায় মৃত্যু

বর্তমানকণ্ঠ ডটকম / ৪০ পাঠক
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন

হাকিকুল ইসলাম খোকন ও মো:নাসির, বর্তমানকন্ঠ ডটকম, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র : নিউইয়র্ককে ডাক্তার সাইদুর রহমান চৌধুরীর বড় ভাই, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মানিকের খালাতো বোনের স্বমী যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ “এনওয়াইপিডি” র ট্ট্যাফিক সেকশন কমান্ডার মজিবুর রহমান চৌধুরী গত ৩ সপ্তাহ থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কের কুইন্স জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ এপ্রিল রবিবার মৃত্যবরন করেন। খবর বাপসনিউজ ।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

মুজিবর রহমান চৌধুরী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পুলিশ বিভাগের অধিনে ট্রাফিকের প্রথম দিকের কোন বাংলাদেশি যিনি দীর্ঘ ৩০ বছর সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছিলেন। ১৯৯০ সালের ৩০ এপ্রিল তিনি কর্মক্ষত্রে যোগদান করেন। ১৯৯৬ সালে মুজিবর রহমান চৌধুরী ট্রাফিক সুপারভাইজার হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০০৯ সালে ট্রাফিক ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করে নিজের দক্ষতায় এগিয়ে যান তিনি। ২০১৬ সালে দীর্ঘ ২০ বছর সঠিক উপস্থিতির জন্য পদক পান এই বাংলাদেশী। মুজিবর রহমান চৌধুরী বাংলাদেশী-আমেরিকান নিউইয়র্ক পুলিশ এর (এনওয়াইপিডি) ট্রাফিক বিভাগের এ যাবৎকালের সর্বোচ্চ র‍্যাঙ্কধারী অফিসার ছিলেন। ২০১৮ সালে তিনি সেকশন কমান্ডার হিসেবে পদোন্নতি লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *