শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রবাসীদের অনুরোধ

বর্তমানকণ্ঠ ডটকম / ৪০ পাঠক
শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন

তাজ উদ্দিন সিকান্দার, বর্তমানকন্ঠ ডটকম, বাহরাইন : এই মহামারী করোনা ভাইরাসের সময় কর্মহীন অবস্থায় অনেক প্রবাসী ভাইয়েরা ছটপট করছেন দেশে যাবেন। অনেকের দাবি একটি বিশেষ ফ্লাইট দিয়ে যেন তাদেরকে দেশে নিয়ে যাওয়া হয়।

অনেকেই আছেন অসুস্থ বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে, গতকাল বাহরাইন সালমানিয়া হসপিটাল থেকে একজন কর্মকর্তা আমাকে ফোনে অনেক অনুরোধ জানিয়েছেন অসুস্থ লোকদেরকে দেশে পাঠানোর জন্য।

সরকার সৌদি প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইটের যে ভাড়া নির্ধারণ করেছেন আমার মনে হচ্ছে বাহরাইন প্রবাসীদের জন্য তাই হবে।

বাহরাইনের মান্যবর রাষ্ট্রদূত মহোদয় বলেছেন ভাড়ার বিষয়টি বিমানের উর্দ্ধতন কর্তৃপক্ষে‌র সাথে যোগাযোগ করে নির্ধারণ করবেন।

আমার জানা মতে যে সকল লোক দেশে যেতে চাচ্ছেন তাদের হাতে খাবারের টাকাও নেই,তাহলে কিভাবে বিমান ভাড়া সংগ্রহ করবেন।

আমি একজন প্রবাসীদের শুভাকাঙ্ক্ষী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি আপনিতো বিভিন্ন খাতে গতকাল বাজেট ঘোষণা করেছেন দয়া করে আপনি এই সকল প্রবাসীদের জন্য একটি তহবিল করেন এবং বাংলাদেশ বিমান দিয়ে ফ্রিতে এইসব অসুস্থ প্রবাসী এবং কর্মহীন প্রবাসীদেরকে দেশে নেওয়ার ব্যবস্থা করুন।

প্রবাসীদের পরিবার আপনাকে সব সময় স্মরণ করবে এবং দোয়া করবে।

আমি প্রবাসীদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা মোটামুটি ভালো আছেন দয়া করে দেশে যাওয়ার চিন্তা করবেন না কোনভাবেই টিকে থাকেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *