শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

রিয়াদে ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শহিদ মাদবর / ৪৩ পাঠক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন

দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭৩তম জন্মদিন উপলক্ষে ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।স্হানীয় একটি হলরুমে ২৬ জুন রাতে আয়োজিত অনুষ্ঠান হাফেজ মোহাম্মদ জাকির হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয় ।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এবং ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদ ইসলাম মাদবর ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাজিব উল মোবারক এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহমান চৌধুরী, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঈসা উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল বশির, রিয়াদে অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা শাখার অধ্যাপক খাদেমুল ইসলাম, রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শওকত ওসমান চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান নিটুল, সহসভাপতি কাজী ওয়ায়েজ, সহসভাপতি শেখ শফিউল আলম শফি, সহসভাপতি বাবুল শিকদার, সহসভাপতি শ্রী নন্দলাল সরকার, সাংগঠনিক সম্পাদক শহিদ মুন্সি, মাজহারুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান মাদবর।

আরো বক্তব্য রাখেন, রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগের সহসভাপতি ফজল করীম তালুকদার, সহসভাপতি জোনায়েদ মাতুব্বর, সহসভাপতি গোলাম সামদানী, রিয়াদ মহানগর জাতীয় শ্রমিক লীগ এর সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম মুন্সি, জাতীয় শ্রমিক লীগ দাম্মাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রিয়াদ মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জনাব ফারুক খাঁন প্রমূখ।

এছাড়া উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদ আওয়ামী লীগ, রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগ, রিয়াদ মহানগর জাতীয় শ্রমিক লীগ এবং স্বেচ্ছাসেবক লীগ এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন । এবং তা কেবল বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই সম্ভব, তাই প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে । তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করেন নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *