বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

লন্ডনে জিবি নিউজ ২৪ ডটকম’র ৬ষ্ঠ বর্ষপূর্তি পালন ও ডি-ডেক্স ফ্রিল্যান্স মার্কেট প্লেইস এর উদ্বোধন

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৩ পাঠক
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, লন্ডন, যুক্তরাজ্য : বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে লন্ডন থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল জিবি নিউজ ২৪ ডটকম এর ৬ষ্ঠ বর্ষপূর্তি। মাইক্রো বিজনেস সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, ছয় বছরে জিবি নিউজ ২৪ ডটকম পাঠকের কাছে খুব জনপ্রিয় হয়েছে। সময়ের সাথে আধুনিক সাংবাদিকতার অগ্রযাত্রায় ছয় বছরে অনেক এগিয়েছে। লন্ডনের পাশপাশি বিশ্বের বিভিন্ন দেশে ও বাংলাদেশের সকল জেলা শহরের সংবাদকে অধিক গুরুত্ব দিয়ে প্রকাশ করায় তৃণমূলে জিবি নিউজ এখন পাঠক প্রিয়। এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন উপস্থিত সূধীজন।
বক্তারা আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে অনলাইন মিডিয়া দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিশ্বের সাথে খুব সহজেই যোগাযোগ স্থাপিত হবে।
জিবি নিউজের সিনিয়র রিপোর্টার জুবায়ের আহমদ ও জাইম এর যৌথ সঞ্চালনায় অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেডো চীফ সেক্রেটারি সীমা মালহোতরা এম পি, হান্সলো বারা মেয়র সায়মা চৌধুরী, লেবার পার্টির নেতা এডমেইন, নেত্রী স্যালী মালিন, এভারফেক্স বিজনেস ডেপলাপমেন্ট ম্যানাজার সাম ইকবাল , লেবার নেতা আকিল বিশ্বাস, মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ সুলতান মাহমুদ শরীফ ,লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের প্রমূখ।
স্বাগত বক্তৃতা করেন জিবি নিউজ টুয়েন্টি ফোর এর ফাউন্ডার চেয়ারম্যান রাকিব এইচ রুহেল ।
শুরুতে বর্ষপূর্তির কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। জিবি নিউজ ২৪ ডটকম’র পক্ষ থেকে নির্বাহী সম্পাদক লাবনী হোসেন উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানান।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, কে
এম আবু তাহের চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু কায়সার, আনসার আহমদ উল্লাহ, মতিয়ার চৌধুরী , ড. জাকি রেজওয়ানা আনোয়ার, মতিউর রহমান চৌধুরী , আহাদ চৌধুরী বাবু, হোসনে আরা মতিন , কামাল মেহেদি , সেলিনা আক্তার জোৎস্না, জুয়েল রাজ, শামসুল ইসলাম চৌধুরী,শামসাদুর রহমান রাহিন, আলাউর রহমান খাঁন শাহীন, রাকিব হোসেন, সাজিয়া সুলতানা স্নিগ্ধা, হিরো ক্বোরেশী, এম ইকবাল হোসেন, সম্পা দেওয়ান, আব্দুল কাদির মোরাদ, রেবেকা সুলতানা, রুবা চৌধুরী, আব্দুল ওয়াকি, লায়েক চৌধুরী, রেদোয়ান আহমদ, আলকাছ আহমদ, তোফায়েল আহমদ, আকিল বিশ্বাস, ব্যারিস্টার মাসুদ চৌধুরী প্রমূখ ।
অনুষ্টানটি স্পন্সর করেন শামীম আহমদ, মোসলেহ উদ্দিন আহমদ, ফারুক আহমদ, সৈয়দ ফখরুল আলম পাবেল ।
অন্যান্য বক্তারা অনলাইন পত্রিকার অনাবিল সংবাদের সফলতা ও মঙ্গল কামনা করে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের উদাত্ত আহবান জানান। প্রসঙ্গত, ২০১৩ সালের এই দিনে পত্রিকাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় লন্ডন থেকে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *