বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন

হাইল দাওয়া সেন্টার এর উদ্যোগে শ্রমজীবীদের সম্মানে ইফতার

বর্তমানকণ্ঠ ডটকম / ৩৭ পাঠক
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন
হাইল দাওয়া সেন্টার এর উদ্যোগে শ্রমজীবীদের সম্মানে ইফতার

নিজস্ব প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, সৌদি আরব : সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় সাত শত কিলোমিটার দূরে হাইলে দাওয়া সেন্টারের উদ্যোগে স্থানীয় একটি পার্কে বাংলাদেশী শ্রমজীবী মানুষের জন্য ১৮ মে শনিবার ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রায় পাঁচশতাধিক বাংলাদেশী শ্রমজীবী মানুষ এতে অংশগ্রহণ করেন। দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোঃ ফখরুল ইসলাম ইফতার মাহফিলে যোগ দেন। এ সময় দাওয়া সেন্টারের কর্মকর্তা আবদুল কাইয়ুম উপস্থিত ছিলেন।

ফখরুল ইসলাম, উপস্থিত বাংলাদেশী শ্রমিকদের দূতাবাসের বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করেন। অচিরেই হাইলে বাংলাদেশী অভিবাসীদের সেবা প্রদানের লক্ষ্যে প্রবাসী সেবা কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা দূতাবাসের রয়েছে বলে তিনি জানান। তিনি প্রবাসীদের দেশের প্রতিনিধি উল্লেখ করে তাদের সৌদি আরবের আইন কানুন মেনে সততার সাথে সুন্দর আচরণ ও নিয়মনিষ্ঠভাবে কাজ করার আহবান জানান। প্রথম সচিব প্রবাসী শ্রমিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আহ্বান জানান ।

এ সময় দাওয়া সেন্টারের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *